ঝর্ণার গান


 কবিতা 

ফেসবুকে প্রোফাইল পিকচার আপডেট করব বলে সকাল সকাল বসে পড়েছি
পুরো গ্যালারি খুঁজে মনের মত ছবির অভাবে ছবি তোলার কথা ভাবছি

মাটির উঠান পাড়ি দিয়ে মেয়ে এসে ডাকল বাবা
মা তোমাকে ডাকছে
পিসি বোধ হয় নেই
মরে গেছে
চিন্তায় ভাগ বসাতে চাইল মৃত্যু
পারল না
ফেসবুকে প্রথম কাজটা আমার কি হবে
প্রোফাইল আপডেট
আমার ছবি
না মৃত বোনের ছবি
ক্যাপশান প্রিয় ঝর্ণাদি আর নেই
দুঃখের একটা ইমোজি লেপ্টে দিতে পারি
দিতে পারি একটি মৃত্যুমুখী গান  না
মৃত্যুটা কাঙ্ক্ষিত ছিল
পঁচিশ বছর ধরে পড়ে থাকা শরীর
লাশ ছাড়া  আর কী
আমার পঁয়তাল্লিশ বছরের বোন ঝর্ণা
কারো জীবনে প্রবাহিত হতে পারল না
সবই ছিল তার
রুমালে সুতা দিয়ে ফুল এঁকেছিল কিশোরীকালে
ভালোবাসা নাও হারিয়ে যেও না
স্কুলে পড়েছে রান্না করেছে
শিবের পূজা করেছে
তবুও বিরহী শালিকের বিজোড় জীবন
এখন কিছুটা দুঃখ দুঃখ লাগছে
ফেসবুকে লাইক কমেন্ট শুরু হয়েছে
চিতা জ্বললেই শেষ হবে ঝর্ণার গান

#ঝর্ণার গান ১৫১০২৪

আরও পড়ুন : কুতুব



parthiv

parthiv Means Earth Related. We Want To Learn Life Of Earth.

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال