মানুষ হওয়ার চেষ্টা করো না
বড় কঠিন এক অভিনয়
স্কুলে যাও কোচিংয়ে যাও
কত রকমের বই পড়
পিটি প্যারেড মিছিল মিটিং
পিতা পিতামহের সঞ্চয়ের শ্রাদ্ধ
দিন শেষে দিন আনি দিন খাই
তেল মারি লাথি খাই
একটা লেবেনচুষে কতটুকু মানুষ হওয়া যায়
সবই অভিনয়
পাবলিক গিললে অধর্মই পরম ধর্ম
মানুষ হওয়া বড় কঠিন
তাই মানুষ হওয়ার চেষ্টা করো না
অমানুষ থাকাই ভাল
ভালো মানুষের ভিড়ে মানুষেরা হারিয়ে যায়
টিকে থাকে অমানুষ
পাথর ছোঁড়ার জন্য অমানুষ দরকার
সৎ আর সাধুদের অরণ্যে দু একজন অমানুষ
দুর্গা পরিবারের অসুরের মত
অমানুষ হলে পূজা পাবে
দিনশেষে ঐ দেবতাদের সাথে হাসবে খেলবে
অমানুষ হও
অমানুষ হতে পয়সা লাগে না।
#অমানুষ হও ০৪০৯২৪
বিষয়াদি
poetry