তোমরা যখন ফল উৎসব কর
আমাদের ওখানে তখন খরা
চৌদিক ছিটে-ফেটে অস্থির
ফুল ফল দূরে থাক
গাছে পাতা পর্যন্ত নেই
নিঃস্ব রিক্ত
বাঁচার জন্য লড়ছে
তোমাদের কথা অবশ্য আলাদা
তোমাদের জন্য খরা নয়, বন্যা নয়
বৃষ্টি দেখতে তোমরা চেরাপুঞ্জি যাও
রোদ পোহাতে পাতায়া
আমাদের এখানে প্রচন্ড রোদ
আমরা সইতে পারিনা
কি জানি! কুত্তার পেটে ঘি ভাত সয়না
তোমাদের পিঠা উৎসব
চুঙ্গা পিঠা, হাঁসের মাংস
পোলাও রেজালার গন্ধ আমরা পাই না
ইন্টারনেটে ভেসে আসে ছবি
দেখি, দেখতে হয়
তোমরা দেখাও ।
#উৎসব ১৮ ০৬ ২৩
আরও পড়ুন: হিন্দু নারীর পিতৃসম্পত্তির অধিকার বিষয়ে
বিষয়াদি
poetry